ধোনির কাছে হারের পর আইপিএলের নিয়ম ভাঙায় জরিমানাও গুনলেন কোহলি
একদিকে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে বিরাট কোহলি। যুযুধান নামগুলোর ভারের বিচারে আইপিএলে এর চেয়ে চোখধাঁধানো ম্যাচ সম্ভবত আর হতে পারে না। বেঙ্গালুরুতে কাল ম্যাচটা হলোও নামের ভারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চেন্নাই ২২৬ রান…